সিরিয়ায় আইএসের বিরুদ্ধে ফ্রান্সের বিমান হামলা

সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) প্রশিক্ষণ শিবিরগুলোতে  নতুন করে হামলা শুরু করেছে ফ্রান্স।

>>রয়টার্স
Published : 9 Oct 2015, 04:07 PM
Updated : 9 Oct 2015, 04:07 PM

আগামীতে আরো হামলা চলবে বলে শুক্রবার  জানিয়েছেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী।

ইউরোপ ওয়ান রেডিওতে তিনি বলেন, “ফ্রান্স গতরাতে রাক্কায় ইসলামিক স্টেটের (আইএস) ওপর হামলা চালিয়েছে। এটি প্রথম হামলা নয়, শেষ হামলাও নয়।”

ফ্রান্সের জঙ্গিবিমান প্রশিক্ষণ শিবিরগুলোতে বোমা হামলা করেছে এবং সব লক্ষ্যস্থলেই হামলা করা হয়েছে।

সিরিয়ায় আমরা হামলা চালাচ্ছি। বিশেষ করে রাক্কার চারপাশে। সেখানে বিদেশি যোদ্ধাদের প্রশিক্ষণ শিবির আছে।

ফ্রান্স সিরিয়ার দির আল -জোর এ আইএস এর প্রশিক্ষণ শিবিরগুলোতে প্রথম হামলা শুরু করে ২৭ সেপ্টেম্বরে। সে সময় তারা নিজেদের প্রতিরক্ষার জন্য হামলা চালাচ্ছে বলে জানিয়েছিল।

আবারো হামলা শুরুর পর ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, আইএস ফ্রান্সের ‘প্রধান শত্রু’। রাশিয়ার বিমান হামলাগুলো মূরত চলছে প্রেসিড্ন্টে আসাদ বিরোধীদের ওপর। আইএস এর ওপর নয়।