আলেপ্পোর কাছে কয়েকটি গ্রাম আইএসের দখলে

সিরিয়ার আলেপ্পো উপকণ্ঠে ইসলামিক স্টেট(আইএস) যোদ্ধারা প্রতিপক্ষ বিদ্রোহী দলগুলোর কাছ থেকে কয়েকটি গ্রাম দখল করেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2015, 01:50 PM
Updated : 9 Oct 2015, 04:06 PM

রাশিয়ার বিমান হামলা চলার মধ্যেও আইএস এ জয় পেয়েছে বলে শুক্রবার জানিয়েছে ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

অন্যদিকে, আলেপ্পোর কাছেই লড়াইয়ের আরেক ঘটনায় এ সপ্তাহে ইরানের এক ঊর্ধ্বতন কমান্ডার নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রেভল্যুশনারী গার্ড বাহিনী।

সিরিয়ার মিত্রদেশ ইরান বলেছে, তারা সিরিয়ার কোনো সামরিক বাহিনী নয় বরং উপদেষ্টাদের পঠিয়েছে।

ইসলামিক স্টেট বর্তমানে আলেপ্পোর উত্তর প্রান্তে সরকার-নিয়ন্ত্রিত অঞ্চলের ২ কিলোমিটারের মধ্যে রয়েছে।

আইএস বলেছে, তাদের যোদ্ধারা লড়াইয়ে ৫ টি গ্রাম দখল করেছে এবং প্রতিপক্ষের ১০ জনের বেশি যোদ্ধাকে হত্যা করেছে।

অগাস্টের শেষ দিকে আইএস উত্তর আলেপ্পোয় তুরস্ক সীমান্তের কাছে বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা শুরু করার সময় থেকে লড়াইয়ে এটিই তাদের সবচেয়ে বড় অগ্রগতি বলে জানিয়েছে অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

রাশিয়ার জঙ্গিবিমান এবং যুদ্ধজাহাজগুলো সিরিয়াজুড়ে ১০ দিন ধরে আইএস যোদ্ধাদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে হামলা চালাচ্ছে বলে দাবি করে আসছে মস্কো।

কিন্তু তাদের এ হামলা প্রধানত আসাদবিরোধী ও অন্যান্য বিদ্রোহী দলগুলোর ওপরই চালানো হচ্ছে বলে মনে করা হচ্ছে। এ দলগুলোর মধ্যে পশ্চিমা ও আরব দেশগুলোর সহায়তা নিয়ে আলেপ্পোয় আইএস এর অগ্রযাত্রা ঠেকানোর চেষ্টায় থাকা দলও আছে।

এমনই একটি দল হচ্ছে লিওয়া সুকুর আল জাবাল। রাশিয়ার হামলায় তাদের অস্ত্রগুদাম ধ্বংস হয়েছে বলে জানিয়েছে দলটি।