ইয়েমেন: বিয়ের আসরে প্রাণঘাতী বিমান হামলা

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের দখলে থাকা একটি টাউনে চালানো বিমান হামলায় এক বিয়ের আসরে অন্তত ১৩ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। 

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2015, 06:24 AM
Updated : 8 Oct 2015, 06:27 AM

বৃহস্পতিবার প্রত্যক্ষদর্শীদের বরাতে জানিয়েছে বিবিসি। 

তারা জানিয়েছেন, রাজধানী সানা থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সানবান টাউনে বিমান হামলাটি হয়। হুতি সমর্থক হিসেবে পরিচিত সানবানের এক গোষ্ঠী নেতার বাড়িতে বিয়ের অনুষ্ঠানটি চলছিল। বিমান থেকে ফেলা বোমা সেখানে আঘাত করে।

এ ঘটনায় আরো অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। 

কারা ওই বিমান হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি, তবে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোট বাহিনী হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা পরিচালনা করছে।

গত মাসে লোহিত সাগর উপকূলের বন্দর আল-মোখার কাছে বিয়ে বাড়িতে চালানো অপর এক বিমান হামলায় অন্তত ১৩০ জন নিহত হয়েছিলেন। ওই সময় হামলার দায় অস্বীকার করেছিল আরব জোট বাহিনী।

হুতি বিদ্রোহী ও সালেহ অনুগত সেনারা সানাসহ ইয়েমেনের অধিকাংশ স্থান দখল করে নিলে মার্চে দেশ ছেড়ে সৌদি আরব চলে যান সুন্নি প্রেসিডেন্ট মনসুর হাদি। হাদিকে বৈধ প্রেসিডেন্ট দাবি করে তাকে ক্ষমতায় পুনর্বহাল করার কথা বলে ২৬ মার্চ ভোর থেকে হুতিদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী।