জেরুজালেমে ফিলিস্তিনিদের বাড়ি ধ্বংস করছে ইসরায়েল

জেরুজালেমে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস করেছে ইসরায়েল।

>>রয়টার্স
Published : 6 Oct 2015, 03:58 PM
Updated : 6 Oct 2015, 04:30 PM

মঙ্গলবার ইসরায়েলের সেনাবাহিনী কথিত দুই ফিলিস্তিন জঙ্গির বাড়ি পুরোপুরি এবং একজনের বাড়ি আংশিক ধ্বংস করেছে।

সম্প্রতি ফিলিস্তিনিদের হামলায়  চার ইসরায়েলি প্রাণ হারায়। এরপরই এ দমনাভিযান শুরু করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

গত কয়েক সপ্তাহ ধরে পূর্ব জেরুজালেম ও অধিকৃত পশ্চিম তীরে সংঘাত ছড়িয়ে পড়েছে এবং পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে।

বৃহস্পতিবার থেকে ফিলিস্তিনিদের হামলায় ইসরায়েলের চার জন নিহত এবং তিন জন আহত হয়। ইসরায়েলের পুলিশ দুই হামলাকারীকে গুলি করে হত্যা করে।

ওদিকে, রোববার থেকে পশ্চিম তীরে ইসরায়েলের সেনাদের সঙ্গে সংঘর্ষে  দুই জন ফিলিস্তিনি নিহত হয়, যাদের একজন কিশোর এবং প্রায় ১৭০ জন আহত হয়।

সোমবার রাতে নিরাপত্তা কর্মকর্তাদের বৈঠকে ডাকেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

অন্যদিকে, চলমান সঙ্ঘাতময় পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দলের ভেতর থেকে নেতানিয়াহুকে চাপ দেয়া হচ্ছে।

এ সপ্তাহের শেষ দিকে দুই দিনের সফরে নেতানিয়াহুর জার্মানি যাওয়ার কথা ছিল। কিন্তু চলমান পরিস্থিতির কারণে ওই সফর কমিয়ে একদিন করা হয়েছে।