‘লিবিয়া উপকূলে প্রায় ১শ’ শরণার্থীর মৃত্যু’

ভূমধ্যসাগরে লিবিয়া উপকূলে গত রোববার থেকে প্রায় ১শ’ শরণার্থীর মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে।

>>রয়টার্স
Published : 6 Oct 2015, 10:53 AM
Updated : 6 Oct 2015, 10:53 AM

লিবিয়ার রেড ক্রিসেন্টের কাছ থেকে অনিশ্চিত কয়েকটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক অভিবাসন সংগঠন (আইওএম)মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে আইওএম জানিয়েছে, লিবিয়া উপকূলের দুইটি জায়গায় মৃতদেহগুলো দেখা গেছে। এক জায়গায় পাওয়া গেছে ৮৫ টি লাশ এবং আরেক জায়গায় ১০ টি।

মোট ৫৫৭,৮৯৯ জন অভিবাসী ও শরণার্থী এবছর ভূমধ্যসাগর হয়ে ইউরোপে পাড়ি জমিয়েছে এবং যাত্রাপথে ২ হাজার ৯৮৭ জনের মৃত্যু হয়েছে।