ইরাকে বিমান হামলা: ‘অনুরোধ হলে বিবেচনা করবে রাশিয়া’

সিরিয়ায় জঙ্গিদের বিরুদ্ধে চলমান রুশ বিমান হামলার আওতা ইরাক পর্যন্ত সম্প্রসারিত করা হতে পারে বলে আভাস দিয়েছেন রুশ পার্লামেন্টের উচ্চকক্ষের স্পিকার ভ্যালেন্তিনা ম্যাতভিয়েঙ্কো। 

>>রয়টার্স
Published : 6 Oct 2015, 10:15 AM
Updated : 6 Oct 2015, 10:15 AM

মঙ্গলবার স্পিকার ম্যাতভিয়েঙ্কোকে উদ্ধৃত করে এ কথা জানিয়েছে বার্তা সংস্থা আরআইএ। 

বাগদাদ সরকার অনুরোধ জানালে বিমান হামলা ইরাক পর্যন্ত সম্প্রসারণের বিষয়টি রুশ সরকার বিবেচনা করবে বলে মন্তব্য করেছেন স্পিকার ম্যাতভিয়েঙ্কো।

তবে রাশিয়া এখনো পর্যন্ত ইরাকি সরকারের পক্ষ থেকে এ রকম কোনো অনুরোধ পায়নি বলে জানিয়েছেন তিনি।