কুকুর নিয়ে ঝগড়া, বালকের গুলিতে বালিকা খুন

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে প্রতিবেশী আট বছর বয়সী এক বালিকাকে হত্যার দায়ে সন্দেহভাজন ১১ বছর বয়সী এক বালককে আটক করেছে পুলিশ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2015, 08:56 AM
Updated : 6 Oct 2015, 08:56 AM

পুলিশের বরাতে মঙ্গলবার বিবিসি জানিয়েছে, কুকুর নিয়ে ঝগড়ার জেরে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় বালকটি তার বাবার শটগান দিয়ে বালিকাটিকে গুলি করে।

কিশোর আদালতে বালকটির বিরুদ্ধে ‘ফার্স্ট-ডিগ্রি মার্ডারের’ অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্যমতে, ওই বালককে নিজের কুকুর ছানাটি দেখতে দেয়নি বালিকাটি, এতে ক্ষিপ্ত হয়ে তাকে গুলি করে বালকটি।    

নিহত বালিকাটিকে ম্যাকাই ডায়ার হিসেবে সনাক্ত করা হয়েছে। ম্যাকাইয়ের মা লাতাশা জানিয়েছেন, শিশু দুটি একই স্কুলে পড়ত।

ডব্লিউএটিই-টিভি-কে লাতাশা বলেছেন, “সে ম্যাকাইকে উপহাস করছিল, তাকে ছোট করার চেষ্টা করছিল। তারপর চুপচাপ থেকে গতকাল হঠাৎ করে ম্যাকাইকে গুলি করে সে।”

“আমি আমার মেয়েকে চাই, আমার কোলে চাই ওকে,” কান্নাজড়িত কণ্ঠে বলেন তিনি।

প্রতিবেশী চাসতিতি আরউড ডব্লিউবিআইআর নিউজকে জানিয়েছেন, গুলির প্রচণ্ড শব্দ শুনে তাকিয়ে দেখেন ম্যাকাই ঘাসের উপর পড়ে আছে। 

২৮ অক্টোবর সন্দেহভাজন বালকটিকে আদালতে হাজির করার কথা রয়েছে।

অলাভজনক সংস্থা ‘গান ভায়োলেন্স আর্কাইভ’ জানিয়েছে, যুক্তরাষ্ট্রে চলতি বছর এ পর্যন্ত আগ্নেয়াস্ত্র জনিত সহিংসতায় ১১ বছর বা তারো কম বয়সী ৫৫৯টি শিশু নিহত বা আহত হয়েছে।