আকাশে চলন্ত বিমানে পাইলটের মৃত্যু

যুক্তরাষ্ট্রের ফিনিক্স থেকে বস্টনে যাওয়ার পথে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে পাইলটের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2015, 06:19 AM
Updated : 6 Oct 2015, 09:11 AM

আমেরিকান এয়ারলাইন্সের এক মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, রোববার রাতে ফ্লাইট ৫৫০-এতে ঘটনাটি ঘটে।  

তাৎক্ষণিকভাবে সহকারী পাইলট নিয়ন্ত্রণ নেন এবং বিমান ঘুরিয়ে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সিরাক্যুস বিমানবন্দরে জরুরি অবতরণ করেন।

এয়ারলাইন্সের মুখপাত্র মিশেল মোর জানান, উড্ডয়নের কিছুক্ষণ পর পাইলট অসুস্থ বোধ করলে কো-পাইলট নিয়ন্ত্রণ নিতে বাধ্য হন। কিন্তু বিমান নামার আগেই মারা যান পাইলট।

বিমানটির যাত্রীদের বস্টন নিয়ে যাওয়ার জন্য নতুন একজন পাইলটকে সিরাক্যুসে পাঠানো হয়। সেখান থেকে রওনা হয়ে সোমবার ভোরে বিমানটি গন্তব্যে পৌঁছায়।

বিবিসি লিখেছে, পাইলটের মৃত্যুতে আমেরিকান এয়ারলাইন্স ‘গভীর শোক’ প্রকাশ করেছে এবং তার পরিবার ও সহকর্মীদের প্রতি ‘সমবেদনা’ জানিয়েছে।