১৫ লাখ শরণার্থী নেয়ার চাপে জার্মানি

জার্মানিতে এবছর আশ্রয়প্রার্থী শরণার্থীর সংখ্যা ১৫ লাখে দাঁড়াবে বলে জানিয়েছে জার্মান গণমাধ্যম। আগের যে কোনো হিসাবের তুলনায় এ সংখ্যা দ্বিগুণ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2015, 04:23 PM
Updated : 5 Oct 2015, 04:23 PM

শরণার্থীর নতুন সংখ্যার হিসাব জার্মান সরকার নিশ্চিত করে জানায়নি। এ সংখ্যার হিসাবটি এসেছে বিল্ড পত্রিকায় উল্লিখিত অভ্যন্তরীন একটি সরকারি প্রতিবেদন থেকে।

প্রতিবেদনে বলা হয়েছে, শরণার্থীদের জন্য পর্যাপ্ত সহায়ক সেবার ব্যবস্থা করা সম্ভব হবে না।

এ বছর আশ্রয়প্রার্থী শরণার্থীর মোট সংখ্যা ১২ থেকে ১৫ লাখ হবে বলে জানান মধ্য-ডানপন্থি এক আঞ্চলিক মন্ত্রী।

জার্মান সরকার এর আগে এবছর আশ্রয়প্রার্থী শরণার্থীর সংখ্যা ৮ লাখ থেকে ১০ লাখ পর্যন্ত হতে পারে বলে জানিয়েছিল।