রাশিয়ার যুদ্ধবিমান আকাশসীমা লঙ্ঘন করেছে: তুরস্ক

রাশিয়ার যুদ্ধবিমান সিরিয়া সীমান্তের কাছে তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়।

>>রয়টার্স
Published : 5 Oct 2015, 12:44 PM
Updated : 5 Oct 2015, 12:44 PM

তুরস্কের দুটি এফ-১৬ জঙ্গিবিমান রাশিয়ার বিমানটিকে ধাওয়া করে তাড়িয়ে দেয় এবং এর প্রতিবাদে মস্কোর রাষ্ট্রদূতকেও তলব করা হয় বলে সোমবার জানিয়েছে মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তুরস্কের আকাশসীমায় রাশিয়ার যুদ্ধবিমানটিকে বাধা দেয়া হলে সেটি চলে যায়।

এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং নেটোভূক্ত অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করেছেন বলে জানা গেছে।

রাশিয়া এ ঘটনাকে ‘বিমান চালনার ভুল’ বলে অভিহিত করেছে এবং আঙ্কারাকে বিষয়টি স্পষ্ট করে জানিয়েছে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষে বুধবার থেকে সিরিয়ায় বিমান হামলা শুরু করে রাশিয়া। মস্কোর দাবি, তাদের বিমান হামলার লক্ষ্য সিরিয়ায় অবস্থিত ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা।

কিন্তু যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ এবং সিরিয়ার আসাদ বিরোধীদের দাবি, রাশিয়া আসাদের হয়ে তার বিরোধী দলগুলোর ওপরও বিমান হামলা চালাচ্ছে।

ওদিকে, সোমবার রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, তারা আইএস কে লক্ষ্য করে নিখুঁতভাবে বিমান হামলা চালাচ্ছে।

এদিন তারা ২৫ বার হামলা চালিয়েছে এবং আইএস’র নয়টি অবস্থানে আঘাত হানতে সক্ষম হয়েছে।

ওই লক্ষ্যবস্তুগুলোর মধ্যে হোমসে একটি যোগাযোগ কেন্দ্র এবং লাতাকিয়ায় একটি কমান্ড সেন্টার রয়েছে।

গত সপ্তাহে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোয়ান সিরিয়ার গৃহযুদ্ধে রাশিয়ার হস্তক্ষেপকে মারাত্মক ভুল বলে বর্ণনা করে বলেন, এ সিদ্ধান্ত আন্তর্জাতিক বিশ্ব থেকে মস্কোকে আরো বিচ্ছিন্ন করে দেবে।