জোট সফল না হলে মধ্যপ্রাচ্য ধ্বংস হবে: আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সতর্ক করে দিয়ে বলেছেন, ইরান, রাশিয়া, ইরাক ও সিরিয়ার মধ্যকার জোট সফল হতেই হবে। না হলে গোটা অঞ্চল ধ্বংস হবে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2015, 05:43 PM
Updated : 4 Oct 2015, 06:05 PM

রাশিয়া সিরিয়ায় বিমান হামলা আরো জোরদার করার অঙ্গীকার করার পরপরই আসাদ একথা বললেন।

সিরিয়ায় মার্কিন-নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলায় উল্টো ফল হচ্ছে বলে সমালোচনা করে আসাদ বলেন, এতে কেবলই সন্ত্রাসের বিস্তার ঘটেছে।

রাশিয়া এরই মধ্যে সিরিয়ায় বেশ কয়েকদফা বিমান হামলা চালিয়েছে। ইসলামিক স্টেটের ওপরই এ হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছে তারা।

তবে সিরিয়ার আন্দোলনকর্মীরা বলছে, রাশিয়ার হামলা মূলত চলছে আসাদ বিরোধী অন্যান্য বিদ্রোহী দলগুলোর ওপর।

ইরানের রাষ্ট্রীয় টিভিতে এক সাক্ষাৎকারে আসাদ বলেন, ইরান, রাশিয়া, ইরাক ও সিরিয়া সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে একজোট এবং এ জোট ‘বাস্তবসম্মত ফল’ বয়ে আনবে। তা মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর মত হবে না।

মধ্যপ্রাচ্যকে বাঁচাতে রাশিয়া সিরিয়া ও এর মিত্রদের সামরিক অভিযানের সফলতা অপরিহার্য বলেও উল্লেখ করেন তিনি।

তবে আন্তর্জাতিক অঙ্গনের আসাদ বিরোধিরা বলছেন, আলোচনার মাধ্যমে সিরিয়ার ৪ বছরের গৃহযুদ্ধের সমাধান করতে হলে সেখানে প্রেসিডেন্টের পদত্যাগের বিষয়টি অবশ্যই থাকতে হবে।

যদিও পশ্চিমা কয়েকটি দেশ বর্তমানে কিছু সময়ের জন্য আসাদকে ক্ষমতায় থাকতে দিতে রাজি।

কিন্তু আসাদ অনেকটা জোর দিয়েই বলছেন, সিরিয়ায় রাজনৈতিক ব্যবস্থা কিংবা কর্মকর্তাদের নিয়ে আলোচনা করাটা তার দেশের অভ্যন্তরীন বিষয়।