ইয়েমেনে সহিংসতায় নিহত হয়েছে ৫শ’ শিশু: ইউনিসেফ

ইয়েমেনে চলমান সহিংসতায় অন্তত ৫শ’ শিশু নিহত হয়েছে এবং ১৭ লাখ শিশু অপুষ্টিতে ভোগার ঝুঁকিতে আছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

আইএএনএসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2015, 02:27 PM
Updated : 4 Oct 2015, 02:28 PM

সিনহুয়া বার্তা সংস্থা জানায়, মধ্যপ্রাচ্যের এ দেশটিজুড়ে ১৮ বছরের নিচে প্রায় ১ কোটি শিশুর জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা দরকার।

শুক্রবার প্রকশিত এক বিবৃতিতে সিনহুয়া বলেছে, সহিংসতা থেকে বাঁচতে গত ছয়মাসে ১৪ লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে। নিত্যদিনই দেশটিতে ধুলিস্যাৎ হচ্ছে শিশুদের আশা ও স্বপ্ন।

ইয়েমেনের প্রতিনিধি জুলিয়ান হার্নিস বলেছেন, তাদের ঘরবাড়ি, স্কুল এবং পুরো সম্প্রদায়ই ধ্বংস হচ্ছে। রোগ এবং অপুষ্টিতে ভোগার ঝুঁকি বাড়ছে।

এবছর মার্চে ইয়েমেনে রাজনৈতিক সঙ্কট থেকে দ্রুতই পুরোদস্তুর যুদ্ধ ছড়িয়ে পড়ে। দেশজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ায় অধিবাসীরা ভোগান্তি পোহাচ্ছে।

ইয়েমেনে সংঘর্ষ শুরুর আগেও মানুষের খাদ্য ও পুষ্টি পরিস্থিতি খুব ভাল ছিল না। এখন শিশুদের ওপর এর প্রভাব আরো মারাত্মক হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ।

ইয়েমেনে যুদ্ধের আগে যেখানে ১ লাখ ৬০ হাজার শিশু অপষ্টির ঝুঁকিতে ছিল সেখানে এখন এ সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩৭ হাজারে।