ফ্রান্সে প্রবল ঝড় ও বন্যায় নিহত ১৬

ফ্রান্সের দক্ষিণপূর্ব অঞ্চলে প্রলয়ঙ্করী ঝড় ও বন্যায় অন্তত ১৬ জন প্রাণ হারিয়েছে, নিখোঁজ রয়েছে আরো তিন জন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2015, 12:14 PM
Updated : 4 Oct 2015, 12:14 PM

কর্মকর্তারা জানান, আঁতিবে শহরের কাছে একটি বৃদ্ধাশ্রমে বন্যার পানি ঢুকে পড়লে তিন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি পানিতে ডুবে মারা যান।

এছাড়া, পানিতে তলিয়ে যাওয়া ছোট একটি টানেল এবং মাটির নিচের গাড়ি পার্কিং এলাকায় আটকা পড়ে বাদবাকীদের মৃত্যু হয় বলে জানিয়েছে বিবিসি।

গত দুই দিনে নিস শহরে বাৎসরিক গড় বৃষ্টিপাতের ১০ শতাংশ হয়ে গেছে। বৃষ্টির কারণে নিস ও নটসের মধ্যকার ফুটবল ম্যাচটি ভেস্তে গেছে।

শনিবার সন্ধ্যার দিকে রিভিয়েরায় ভারী বৃষ্টিপাত শুরু হয়। বুহাগে নদীর দুকূল উপচে জনবসতিতে পানি ঢুকে পড়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, কান শহরের রাস্তায় প্রবল বেগে পানি প্রবাহিত হচ্ছে।

কানের মেয়র দাভিস লিসঁআরদ বলেন, “পানির তোড়ে কয়েকটি গাড়ি সমুদ্রে ভেসে গেছে।”

“আমরা অনেক মানুষকে উদ্ধার করেছি। এখন আমাদের লুটপাট বন্ধে অবশ্যই সজাগ থাকতে হবে।”

জরুরি বিভাগের কর্মকর্তারা বলেন, উদ্ধারকর্মীরা নিখোঁজ ছয় ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করছে। তারা মাটির নীচে গাড়ি রাখার স্থানে আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।

আল্পস-মেরিটাইমস অধিদপ্তরের প্রেসিডেন্ট এরিক কিওত্তি টুইটারে বলেন, “আমরা রহস্যময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। এর আগে কখনোই আমাদের এ ধরনের অভিজ্ঞতা হয়নি।”

দুর্গত এলাকায় প্রধান সড়কগুলোতে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ট্রেন চলাচলও বন্ধ রয়েছে।

রাতভর কয়েকশ পর্যটক নিস বিমানবন্দরে আশ্রয় নিয়েছিল। প্রায় ২৭ হাজার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।