ভ্যাটিকানের গে যাজক চাকরিচ্যুত

নিজেকে গে ঘোষণা করায় ভ্যাটিকানের একজন যাজককে চাকরিচ্যুত করা হয়েছে।

>>রয়টার্স
Published : 3 Oct 2015, 02:54 PM
Updated : 3 Oct 2015, 02:54 PM

চাকরিচ্যুত মনজিনিয়র ক্রিস্টফ চারমসা একটি পত্রিকাতে নিজেকে গে বলে ঘোষণা করেন।

শনিবার ইতালির ‘করিয়ার দেল্লা সেরা’ পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে চারমসা বলেন, তিনি গে ছিলেন এবং তার একজন সঙ্গী ছিল।

সেইসঙ্গে সমকামী মানুষদের প্রতি ভ্যাটিকানের দৃষ্টিভঙ্গির পরিবর্ন করারও অনুরোধ করেন তিনি।

ওই দিনই ভ্যাটিকানের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, মনজিনিয়র ক্রিস্টফ চারমসাকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে।

২০০৩ সাল থেকে ভ্যাটিকানে যাজক হিসেবে কাজ করছিলেন তিনি।

চারমসার সঙ্গী স্পেনের নাগরিক। চারমসা পরে তার সঙ্গীকে নিয়ে একটি সংবাদ সম্মেলনে হাজির হন। তারা ভ্যাটিকানের সামনে বিক্ষোভ করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু আন্দোলন শুরু করার কয়েক ঘণ্টা আগে তারা স্থান পরিবর্নের ঘোষণা দেন।

শনিবারের সাক্ষাৎকারে চারামসা বলেন, নিজের যৌন জীবন নিয়ে একটি বোঝাপড়ায় উপনীত হতে তার সঙ্গী তাকে সাহায্য করেছে। তিনি জানতে, এর ফলে তাকে যাজকের পদ থেকে সরে যেতে হবে।

“গে ক্যাথেলিকদের বিষয়ে ভ্যাটিকানের দৃষ্টি দেয়ার সময় এসেছে। তাদের জন্য গির্ার পক্ষ থেকে কি পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে সেটা বুঝতে হবে। তাদেরকে পুরোপুরি পরিত্যাগ করা হয়েছে... যেটা অমানবিক।”

ক্যাথেলিক গির্াগুলোতে শিক্ষা দেয়া হয়, সমকামীতা কোনো পাপ নয় কিন্তু সমকামী আচরণ পাপ।