গুয়াতেমালায় ভূমিধসে ২৯ জনের মৃত্যু

গুয়াতেমালায় ভূমিধসে ২৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ৬০০ জন।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2015, 04:16 AM
Updated : 3 Oct 2015, 04:16 AM

দেশটির রাজধানীর শহরতলীতে এই ভূমিধসে ১২৫টি বাড়ি ধ্বংস হয়ে গেছে।

শুক্রবার দিনের শেষভাগে গুয়াতেমালার জাতীয় দুর্যোগ প্রশমন সমন্বয়ের (সিওএনআরইডি) কমান্ডার সার্জিও ক্যাবানাস বলেন, “২৯ জনের মৃত্যুর বিষয়টি আমরা নিশ্চিত করছি। তবে আরও একজনের মৃত্যুর বিষয়টি আমরা এখনো নিশ্চিত হতে পারিনি।”

সিওএনআরইডি শুক্রবার দিনের প্রথমভাগে ঘোষণা করেছিল, ৬০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

ভূমিধসে আটকেপড়াদের খোঁজে উদ্ধারকর্মীদের তৎপরতা। ছবি: রয়টার্স

ভূমিধসে ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়ি দেখছেন জনৈক অধিবাসী। ছবি: রয়টার্স

ভূমিধসে ধ্বংস হয়ে যাওয়া ঘর-বাড়িতে বসবাসকারী মানুষের সংখ্যা বিবেচনায় নিখোঁজদের সম্পর্কে এই ধারণা প্রকাশ করা হয়।

রাজধানীর ১৫ কিলোমিটার দক্ষিণে সান্তা ক্যাটারিনা পিনুলা শহরের পার্শ্ববর্তী এল ক্যাম্বরাই শহরে বৃহস্পতিবার রাতে ভারী বৃষ্টিপাতের কারণে এই ভূমিধসের ঘটনা ঘটেছে।

মাটির নিচে আটকেপড়াদের সন্ধানে শত শত উদ্ধারকর্মী চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উদ্ধারকর্মীরা ৩৬ জনকে মাটি ও ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।