আফগানিস্তানে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১১

আফগানিস্তানের বিমানবন্দরে একটি মার্কিন হারকিউলিস হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্ততপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2015, 04:59 AM
Updated : 2 Oct 2015, 06:31 AM

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বরাতে বিবিসি এ খবর জানিয়েছে।

সি-১৩০ হেলিকপ্টারটি স্থানীয় সময় মধ্যরাতে জালালাবাদ বিমানবন্দরে বিধ্বস্ত হয়।

মার্কিন সেনাবাহিনীর কর্নেল ব্রায়ান ত্রিবাস জানান, নিহতদের মধ্যে ছয়জন মার্কিন সেনাবাহিনীর হয়ে কাজ করতেন। বাকিরা বেসামরিক ঠিকাদার।

সি-১৩০ হারকিউলিস হেলিকপ্টার সাধারণত সেনা বহন ও মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত হয়।

আফগানিস্তানে বর্তমানে প্রায় ১০ হাজার মার্কিন সেনা অবস্থান করছেন। পর্যায়ক্রমে দেশটি থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত চলতি বছরের শুরুর দিকে পরিবর্তিত হলে এই সেনারা দেশটিতে থেকে যান।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রতিশ্রুতি দিয়েছেন, ২০১৬ সালের মধ্যে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনাদের ছোট্ট একটি দলকে রেখে বাকিদের ফেরত নেয়া হবে।

সেনাদের এই ছোট্ট দলটি মার্কিন দূতাবাসের নিরাপত্তা ও অন্যান্য কাজে নিয়োজিত থাকবে।

আফগানিস্তানের পূর্বাঞ্চলে সংঘাত বিক্ষুব্ধ এলাকায় এখনো প্রায় একহাজার বিদেশি সেনা অবস্থান করছেন বলে নেটো জানিয়েছে।

দেশটির নিয়মিত ৪০ হাজার সেনার পাশাপাশি এই বিদেশি সেনারা কাজ করছেন।