সিরিয়ায় ড্রোন নজরদারি শুরু করেছে রাশিয়া

সিরিয়ায় নজরদারি মিশনে চালক বিহীন বিমান (ড্রোন) ওড়ানো শুরু করেছে রাশিয়া। মার্কিন কর্মকর্তারা একথা বলেছেন।

>>রয়টার্স
Published : 22 Sept 2015, 01:01 PM
Updated : 22 Sept 2015, 01:01 PM

সিরিয়ার বিমান ঘাঁটিতে সামরিক তৎপরতা শুরুর পর থেকে দেশটিতে এটিই মস্কোর প্রথম বিমান অভিযান বলে মনে করা হচ্ছে।

সিরিয়ার গৃহযুদ্ধে লড়াইয়ের সমন্বয়ের বিষয়টি নিয়ে কোনোরকম মসঝোতা ছাড়াই রাশিয়ার এ ড্রোন অভিযান দেশটির সীমিত আকাশসীমায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনীর বিমান উড্ডয়ন ঝুঁকির মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্নায়ুযুদ্ধকালীন দুই শত্রু দেশ একদিকে আইএস এর বিরুদ্ধে লড়াই করছে। আবার রাশিয়া বাশার আল আসাদের পক্ষ নেয়ায় যুক্তরাষ্ট্র মস্কোর বিরোধিতা করছে।ফলে  যুদ্ধে যুক্তরাষ্ট্র কখনো রাশিয়ার মিত্র, আবার কখনো শত্রু হচ্ছে। এতে করে জটিলতা বাড়ছে।

আসাদের নিয়ন্ত্রণে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি লাতাকিয়ার আশপাশে রাশিয়ার ড্রোন উড়তে দেখা গেছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। তবে রাশিয়ার কতসংখ্যক ড্রোন দেশটিতে নজরদারি করছে তা তাৎক্ষণিকভাবে পরিস্কার জানা যায়নি বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা।

লাতাকিয়ার ওই বিমান ঘাঁটিতে সম্প্রতি রাশিয়ার বিপুল সংখ্যক যুদ্ধবিমান, হেলিকপ্টার গানশিপ মজুদ রয়েছে বলেও যুক্তরাষ্ট্র দাবি করেছে। সিরিয়ায় রাশিয়ার সামরিক  উপস্থিতি বাড়তে থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।