অস্ট্রিয়া পৌঁছেছে চার হাজার শরণার্থী

হাঙ্গেরি থেকে বাসে চেপে প্রায় চার হাজার শরণার্থী সীমান্ত পেরিয়ে অস্ট্রিয়ায় ঢুকেছেন; যারা জার্মানিতে অভিবাসন চাইছেন।

>>রয়টার্স
Published : 5 Sept 2015, 09:13 AM
Updated : 5 Sept 2015, 12:08 PM

শনিবার সকালের প্রথম কয়েক ঘণ্টায় এই সংখ্যক শরণার্থী এসেছেন এবং আরও অনেকে আসছেন বলে জানিয়েছে অস্ট্রিয়া পুলিশ।

অস্ট্রিয়ার সীমান্তবর্তী বার্গেনল্যান্ড প্রদেশ পুলিশের মুখপাত্র হেলমুট মারবান বলেছেন, “আমাদের হিসাবে প্রায় চার হাজার (শরণার্থী) এসেছেন। তবে এখানেই শেষ বলে ভাবছি না আমি।”

সীমান্ত পার হয়ে অনেকে জার্মানির পথে অস্ট্রিয়ার মধ্যদিয়ে ইতোমধ্যে এগিয়ে যাওয়া শুরু করেছেন বলে জানিয়েছেন তিনি।  

বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, “শরণার্থীর সংখ্যা দ্বিগুণ হতে পারে, তবে এর বেশি হবে না।” 

অভিবাসীদের হাঙ্গেরি সীমান্ত থেকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় নিতে একটি বিশেষ ট্রেন সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। এই ট্রেনটি আধা ঘণ্টা সময়ের ব্যবধানে ভিয়েনায় গিয়ে আবার ফিরে আসছে।