যুক্তরাজ্য হাজারো সিরীয় শরণার্থী নেবে: ক্যামেরন

যুক্তরাজ্য আরো কয়েক হাজার সিরীয় শরণার্থীকে আশ্রয় দেবে বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2015, 05:17 PM
Updated : 4 Sept 2015, 05:17 PM

মানবিক পরিস্থিতির অবনতির পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্য এ পদক্ষেপ নিচ্ছে বলে শুক্রবার পর্তুগাল সফরকালে জানিয়েছেন তিনি।

লিসবনে সাংবাদিকদের ক্যামেরন বলেন, সঙ্কটের তীব্রতা ও মানুষের ভোগান্তির কথা ভেবে তিনি দেশের বিদ্যমান প্রকল্পের আওতায় আরো কয়েক হাজার সিরীয় শরণার্থীকে স্বাগত জানানোর ঘোষণা দিচ্ছেন।

সিরিয়ায় ৪ বছরের গৃহযুদ্ধে উদ্বাস্তু হওয়া মানুষে প্রতি যুক্তরাজ্যের ‘নৈতিক দায়িত্ব’ রয়েছে বলেও মন্তব্য করেন ক্যামেরন।

কত সংখ্যক শরণার্থী নেয়া হবে তা এখনো নির্ধারণ করা না হলেও প্রধানমন্ত্রী বলেন, বাড়তি এ শরণার্থী সিরিয়া সীমান্তবর্তী শিবিরগুলো থেকেই আসবে। যারা ইতোমধ্যেই ইউরোপে রয়েছে তাদের মধ্য থেকে নয়।

সাহায্যের জন্য মরিয়াদেরকেই ব্রিটেন সাধ্যমত সাহায্য করবে জানিয়ে ক্যামেরন সিরিয়া, তুরস্ক, জর্ডান ও লেবাননের শরণার্থী শিবিরগুলোর জন্য বাড়তি ১০ কোটি পাউন্ড মানবিক সহায়তারও ঘোষণা দেন।

যুক্তরাজ্য এর আগে গত চারবছরে প্রায় ৫ হাজার সিরীয়কে আশ্রয় দিয়েছে। তাছাড়া ২০১৪ সাল থেকে সবচেয়ে বেশি সাহায্য দরকার এমন শরণার্থীদেরকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়ার একটি প্রকল্পের আওতায় দেশটি ২১৬ সিরীয় শরণার্থী নিয়েছে।