পালমিরার সমাধিস্তম্ভ গুঁড়িয়ে দিয়েছে আইএস

সিরিয়ার প্রাচীন নগরী পালমিরায় এবার তিনটি সমাধিস্তম্ভ গুঁড়িয়ে দিয়েছে ইসলামিক স্টেট (আইএস)।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2015, 02:27 PM
Updated : 4 Sept 2015, 02:27 PM

দেশটির প্রত্তত্ত্ববিভাগের প্রধান মামুন আব্দুল করিম বলেন, ধ্বংস করা সমাধিস্তম্ভগুলোর মধ্যে ১০৩ খ্রিস্টাব্দে নির্মিত এলাহবেল টাওয়ারটিও রয়েছে।

বেলেপাথর দিয়ে নির্মাণ করা টাওয়ারটি নগরীর ‘ভ্যালি অব টমবস’ এ অবস্থিত। ওই এলাকায় নগরীর ধনী পরিবারগুলো বসবাস করত।

মাত্র কয়েকদিন আগেই পালমিরার প্রধান দুইটি মন্দির গুঁড়িয়ে দেয় আইএস।

এ বছর মে মাসে সিরিয়ার সরকারি বাহিনীকে হটিয়ে পালমিরার নিয়ন্ত্রণ নেয় চরমপন্থি জঙ্গি গোষ্ঠীটি।

সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার আগে প্রতিবছর দেড় লাখের বেশি পর্যটক পালমিরা ভ্রমণ করত। নগরে পর্যটক আকর্ষণের অন্যতম ছিল চার তলা উঁচু টাওয়ার অব এলাহবেল।

আব্দুল করিম জানান, ১০ দিন আগে তিনি এলাহবেল টাওয়ার গুঁড়িয়ে দেয়ার খবর পেয়েছিলেন। কিন্তু তখন বিষয়টি নিশ্চিত হতে পারেননি।

পরে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রতিষ্ঠান তাদের কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ২ সেপ্টেম্বর ওই এলাকার ধারণ করা ছবি প্রকাশ করলে তিনি বিষয়টি নিশ্চিত হন।

এর আগে কৃত্রিম উপগ্রহের ছবি থেকেই পালমিরার অন্যতম প্রধান মন্দির ‘বেল’ ধ্বংস হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

গতমাসে আইএস জঙ্গিরা একই ধরনের আরেকটি মন্দির ‘বালশামিন’ বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেয়। সেইসঙ্গে সিরিয়ার অভিজ্ঞ প্রত্নতাত্ত্ত্বিক খালেদ আল-আসাদকে হত্যা করে।

পালমিরার ঐতিহ্যবাহী স্থাপনাগুলো ক্রমাগত ধ্বংস করাকে ‘যুদ্ধাপরাধ’ বলে বর্ণনা করেছেন ইউনেস্কোর মহা পরিচালক ইরিনা বোকোভা।

আইএস’কে রুখতে আন্তর্জাতিক মহলকে একজোট হওয়ার আহ্বানও জানান তিনি।