মালয়েশিয়ার উপকূলে নৌকাডুবিতে ১৪ জনের মৃত্যু

মালয়েশিয়ার পশ্চিম উপকূলের মালাক্কা প্রণালীতে প্রায় ১০০ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে অন্ততপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে।

>>রয়টার্স
Published : 3 Sept 2015, 08:29 AM
Updated : 3 Sept 2015, 11:43 AM

ধারণা করা হচ্ছে নৌকাটি অবৈধ ইন্দোনেশীয় অভিবাসীদের বহন করছিল। বৃহস্পতিবার ঘটা এই নৌকাডুবির ঘটনায় মৃত্যুবরণকারী ১৪ জনের মধ্যে ১৩ জনই নারী বলে দেশটির উপকূলীয় নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন।

নৌকাটি মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশের সাবাক বার্নাম থেকে ইন্দোনেশিয়ার সুমাত্রার দিকে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার সামুদ্রিক পথ।

মালয়েশিয়ার উপকূলীয় নিরাপত্তা সংস্থার ফার্স্ট এডমিরাল মুহাম্মাদ আলিয়াস হামদান বলেন, নৌকাডুবি থেকে বেঁচে যাওয়াদের সঙ্গে প্রাথমিক কথাবার্তায় মনে হয়েছে তারা ইন্দোনেশিয়ার নাগরিক।

তারা অবৈধ অভিবাসী কিনা এ ব্যাপারে প্রশ্ন করা হলে হামদান বলেন, “তারা যদি বৈধ হতো তবে এভাবে যেতো না।”

হামদান আরও বলেন, নৌকাডুবির পর জেলেদের সহায়তায় ১৫ জনকে উদ্ধার করা হয়। নৌকাটির বর্ণনা শুনে মনে হচ্ছে, এতে ১০০ জনের বেশি যাত্রী ছিল না।