‘যুদ্ধাপরাধী আইসক্রিম’

দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের ৭০ বছর পূর্তিতে একটি চীনা কোম্পানি বাজারে এনেছে একটি বিশেষ আইসক্রিম, যাতে কাঠির আগায় বসিয়ে দেওয়া হয়েছে জাপানি এক দণ্ডিত যুদ্ধাপরাধীর প্রতিকৃতি। 

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2015, 06:03 AM
Updated : 3 Sept 2015, 11:04 AM

চশমা ও গোঁফসহ যার চেহারার আদলে এই আইসক্রিম তৈরি হয়েছে, সেই জেনারেল হিদেকি তোজো ছিলেন জাপানের যুদ্ধকালীন প্রধানমন্ত্রী। যুদ্ধাপরাধের দায়ে ১৯৪৮ সালের ডিসেম্বরে তাকে ফাঁসিতে ঝোলানো হয়।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, থ্রি ডি প্রিন্টারে তৈরি ৩০ ইউয়ান (৪.৭০ ডলার) দামের এই আইসক্রিম বাজারে এনেছে সাংহাইভিত্তিক কোম্পানি আইসআসন।

তারা ১০ হাজার চীনা নাগরিককে এই আইসক্রিম খেয়ে ‘এন্টি-ফ্যাসিস্ট’ যুদ্ধজয়ের কথা স্মরণ করার আহবান জানিয়েছে।

চায়না ডেইলির এক প্রতিবেদনে বলা হয়েছে, চকলেট, ব্লুবেরি, ভ্যানিলা, ম্যাঙ্গো, মাচো- বিভিন্ন ফ্লেভারে পাওয়া যাচ্ছে এই ‘যুদ্ধাপরাধী আইসক্রিম’। সাংহাইয়ে ওই আইসক্রিমের একটি পোস্টারে লেখা হয়েছে- ‘জাতীয় অসম্মান কখনো ভুল না’।  

অভিনব এই আইসক্রিম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে চীনে। সামাজিক যোগাযোগের মাধ্যম উইবুতে এক চীনা নাগরিক বিষয়টিকে ‘অস্বস্তিকর’ বলেছেন। তিনি প্রশ্ন রেখেছেন, “একটা শয়তানের মাথা মুখের মধ্যে নেওয়ার চিন্তা কী অসুস্থ করে তোলে না?’

আইসক্রিমে তোজোর যে প্রতিকৃতি ব্যবহার করা হয়েছে, তা দেখে ‘মহাত্মা গান্ধী’ মনে হতে পারে বলেও একজন উল্লেখ করেছেন।

আরেকজনের মন্তব্য, ‘ব্যাপারটি বেশ অদ্ভুত। তবে আমার কাছে ইতিহাসের এই পর্যায়টি হজম করার মতো মনে হয় না।”