মালিতে যাত্রীবাহী নৌযানডুবিতে ১৮ জনের মৃত্যু

মালির মধ্যাঞ্চলে নাইজার নদীতে একটি যাত্রীবাহী নৌযান ডুবে অন্ততপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে।

>>রয়টার্স
Published : 3 Sept 2015, 04:23 AM
Updated : 3 Sept 2015, 10:53 AM

বুধবার যাত্রীবাহী ওই নৌযানটি উল্টে গেলে এই মৃত্যুর ঘটনা ঘটে বলে দেশটির নিরাপত্তা ও জরুরি বিভাগের মুখপাত্র জানিয়েছেন।

এ ঘটনায় এখনো পর্যন্ত চারজন নিখোঁজ রয়েছে। নৌযানডুবির এই ঘটনা থেকে বেঁচে ফিরে এসেছেন ৭০ জন যাত্রী।

মুখপাত্র সোনকোলো তোগোলা জানান, স্থানীয় সময় বিকাল ৫টার দিকে মপতি অঞ্চলের প্রত্যন্ত দেবয়িতে এই দুর্ঘটনা ঘটেছে।

দেশটির নিরাপত্তা বিভাগের একটি সূত্র জানিয়েছে, ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন করায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

আফ্রিকার খাল ও নদীগুলো চলাচলকারী নৌযানগুলোতে অতিরিক্ত মানুষ ও মালামাল পরিবহন একটি সাধারণ ঘটনা। দুর্বল ব্যবস্থাপনার কারণে সেখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে।