পুলিশী জিজ্ঞাসাবাদের মুখে মাহাথির

সরকার বিরোধী মন্তব্য করায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2015, 02:57 PM
Updated : 2 Sept 2015, 02:57 PM

মালয়েশিয়ার সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী মাহাথির এখনো দেশটিতে ব্যাপক জনপ্রিয় এবং প্রভাবশালী রাজনীতিবীদদের অন্যতম।

বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে বড় অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার পর শনি ও রোববার রাজধানী কুয়ালালামপুরে হাজার হাজার মানুষ তার পদত্যাগের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করে।

মাহাথির ওই বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে রোববার সরকার বিরোধীদের মিছিলে অংশ নেন।

মিছিলে অংশ নেয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দুর্নীতিবাজ নেতার পতন ঘটাতে ‘জনতার শক্তি’ প্রদর্শনের আহ্বান জানান।

পুলিশের মুখপাত্র আসমাওয়াতি আহমেদ বলেন, “নিজের বক্তব্যে তুন (মাহাথির) বেশ কিছু অভিযোগ তুলেছেন…….যে কারণে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে চায়।”

পুলিশের মহাপরিদর্শক খালিদ আবু বকর মাহাথিরের জবানবন্দী নেবেন বলেও জানান তিনি।

তবে মাহাথিরের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হবে কিনা তা পরিষ্কার করে জানাননি পুলিশের ওই কর্মকর্তা।

১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন মাহাথির। তার আমলেই শক্তিশালী অর্থনীতির দেশে পরিণত হয় মালয়েশিয়া।

নাজিবের বড় সমর্থকদের মধ্যে একজন ছিলেন ৯০ বছর বয়সী মাহাথির।

এবছর জুলাইয়ে নাজিবের একটি একাউন্টে রহস্যজনকভাবে ৬০ কোটি ডলার হস্তান্তরের খবর প্রকাশ পেলে দেশটিতে রাজনৈতিক সঙ্কট দেখা দেয়।