আবারও গুগলের লোগোতে পরিবর্তন

আবারও লোগোতে পরিবর্তন এনেছে ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগল। এখন গুগলে ঢুকলেই দেখা যায়, একটি হাত এর আগের লোগোর সবগুলো বর্ণ মুছে দিচ্ছে। ওই বর্ণগুলো মুছে যাওয়ার পর পুনরায় সেই হাত দিয়েই চকের আদলে একটি দণ্ড দিয়ে এক এক করে বর্ণগুলো লেখা হচ্ছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2015, 07:09 AM
Updated : 2 Sept 2015, 07:09 AM

প্রথমদিকে লোগোর বর্ণগুলো অস্পষ্ট থাকলেও কিছুক্ষণ পর তা পরিষ্কারভাবে দেখা যায়।

গুগল জানিয়েছে, আস্তে আস্তে এই সার্চ ইঞ্জিন ব্যবহারকারী সবাই নতুন এই পেইজটি দেখতে পাবেন।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহারকারীদের উন্নত সার্চের অভিজ্ঞতা দেওয়ার জন্যই এই পরিবর্তন আনা হয়েছে।

প্রতিষ্ঠানটির বরাতে বিবিসি বলছে, বর্তমানে ব্যবহারকারীরা ডেস্কটপ কম্পিউটারের পরিবর্তে অনেক বেশিমাত্রায় মোবাইল ডিভাইসের গুগলে প্রবেশ করছেন। এ কারণেই এই পরিবর্তন প্রয়োজন ছিল।

১৯৯৮ সালের সেপ্টেম্বরে গুগল যে লোগো দিয়ে যাত্রা শুরু করে তাতে বেশ কয়েকবারই পরিবর্তন আনা হয়েছে। এরআগে সর্বশেষ ২০১৩ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটির লোগোতে পরিবর্তন আনা হয়।