হিমাচলে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু

ভারতের হিমাচলের কিন্নরে একটি যাত্রীবাহী বাস ২০০ মিটার উঁচু থেকে গড়িয়ে খাদে পড়ে গেলে অন্ততপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। 

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2015, 03:41 AM
Updated : 2 Sept 2015, 03:43 AM

মঙ্গলবার ঘটা এই দুর্ঘটনায় আহত হয়েছেন ১৫ জন।

বাসটি রেকঙ্গ পিয়ো থেকে রামপুর শহরের দিকে যাচ্ছিল। পথে নাথপা নামক স্থানের কাছে যানটি দুর্ঘটনার শিকার হয়।

বাসটির গমনপথ। ছবি: এনডিটিভি

দুর্ঘটনাস্থলটির অবস্থান শিমলা থেকে ১৮০ কিলোমিটার দূরে।

কিন্নরের সুপারিনটেনডেন্ট অব পুলিশ রাহুল নাথ টেলিফোনে বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে পিছলে খাদে পড়ে যায়। এ ঘটনায় ১৫ জন ঘটনাস্থলেই মারা যান। বাকি তিনজন হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।

আহতদের ভবনগর এবং রামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের অধিকাংশই কিন্নর ও শিমলা জেলার বাসিন্দা।