গর্ভপাতের জন্য ক্ষমার বাণী পোপের

ক্যাথলিক চার্চের প্রথা আঁকড়ে থাকা কট্টরপন্থিদের অগ্রাহ্য করে গর্ভপাত করা নারী এবং একাজে নিয়োজিত চিকিৎসকদেরকে ক্ষমা করে দেয়ার জন্য পুরোহিতদেরকে আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2015, 05:36 PM
Updated : 1 Sept 2015, 05:36 PM

ক্ষমা’র জন্য বিশ্বব্যাপী পোপের ঘোষিত জুবিলি বছর শুরু হচ্ছে ৮ ডিসেম্বর থেকে। মূলত সে উপলক্ষেই এ আহ্বান জানিয়েছেন তিনি।

ক্যাথলিক প্রথায় গর্ভপাতকে মারাত্মক অপরাধ হিসাবেই গণ্য করা হয়। বেশির ভাগ দেশেই এখন পর্যন্ত এ অপরাধ ক্ষমা করার অনুমতি দিতে পারেন কেবল একজন বিশপ।

পোপ বলেন, বহু নারীই অন্য কোনো বিকল্প পথ না পেয়ে গর্ভপাত করেন।

বেদনাদায়ক এ সিদ্ধান্তের জন্য মনে দুঃখের ক্ষত বয়ে বেড়ানো এমন বহু নারীরই দেখা পেয়েছেন বলেও জানান পোপ।

চার্চের কট্টরপন্থিরা গর্ভপাত ক্ষমা করার আহ্বানকে স্বাগত জানাবেনা জেনেও পোপ ফ্রান্সিস এ অপরাধ ক্ষমা করে দেয়ার নিয়ম শিথিলের উদ্যোগ নিলেন।

তার এ উদ্যোগকে ক্যাথলিক চার্চের নীতির পরিবর্তন হিসাবেই দেখা হচ্ছে। আর এতে করে পোপ ফ্রান্সিসের উদার দৃষ্টিকোণ, সহমর্মিতা এবং দয়ালু মনোভাবেরই বহিঃপ্রকাশ ঘটেছে।

এর আগেও বহু বিতর্কিত বিষয়ে অগ্রসরমান মানসিকতার পরিচয় দিয়েছেন পোপ ফ্রান্সিস। ২০১৩ সালে সমকামিতা প্রসঙ্গে তিনি বলেছিলেন, “তাদেরকে বিচার করার আমি কে?”

তবে জন্মবিরতির ক্ষেত্রে চার্চের নীতির কোনো পরিবর্তন পোপ করেননি। এ বছরের শুরুতে এ প্রসঙ্গে ক্যাথলিকদের উদ্দেশে এক মন্তব্যে পোপ বলেছিলেন, জনম্মবিরতিকরণ নিষিদ্ধ হলেও মানুষের ‘খরগোশের মতো’ গর্ভধারণের প্রয়োজন নেই।