হিলারির হাজার হাজার ইমেইল প্রকাশ

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের কয়েক হাজার ইমেইল প্রকাশ করা হয়েছে। গোপন হিসাবে চিহ্নিত বহু ইমেইলও এর মধ্যে আছে।

>>রয়টার্স
Published : 1 Sept 2015, 12:19 PM
Updated : 1 Sept 2015, 12:19 PM

পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের সময় হিলারি সরকারি কাজের জন্য ব্যক্তিগত কম্পিউটার ইমেইল সার্ভার  ব্যবহার করে সমালোচনার মুখে পড়েছেন।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে মনোনয়ন প্রত্যাশী হিলারি এ সমালোচনার মুখে তার ইমেইলগুলো প্রকাশের সিদ্ধান্ত জানান।

ব্যক্তিগত কম্পিউটার সিস্টেমটি তিনি কি কি কাজে ব্যবহার করেছেন সে বিষয়ে তদন্তের অংশ হিসেবে এ ইমেইলগুলো প্রকাশ করা হয়েছে।

হিলারি অবশ্য বলছেন, এ সার্ভার ব্যবহার করে কোনো গোপনীয় তথ্য তিনি কোথাও পাঠাননি এবং গ্রহণও করেননি।

তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ১৫০ টির মতো ই-মেইল গোপনীয় বলেই মনে করা হচ্ছে।

হিলারি বিরোধিদের অভিযোগ, তিনি অনিরাপদ কম্পিউটার সার্ভিস ব্যবহার করে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে ঝুঁকির মুখে ফেলেছেন।

হিলারিও অবশ্য স্বীকার করেছেন যে, নিউ ইয়র্কের বাড়িতে থেকে তার ব্যক্তিগত ইমেল সার্ভার ব্যবহার করার সিদ্ধান্তটি ভুল ছিল।

হিলারির এ ইমেইল কেলেঙ্কারি এবং বিষয়টি নিয়ে তদন্ত সামনের দিনের নির্বাচনে জন্য তার ভাবমূর্তি কিছুটা হলেও নষ্ট করেছে বলেই আভাস পাওয়া যাচ্ছে জরিপে।