মিশরে আজানের ভাষা পরিবর্তন করায় মুয়াজ্জিনের শাস্তি

আজানের ভাষা পরিবর্তন করায় মিশরে একজন মুয়াজ্জিনকে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হচ্ছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2015, 05:10 PM
Updated : 31 August 2015, 05:10 PM

মিশরের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নীল নদের তীরবর্তী কাফর আল-দাওয়ার শহরের একটি মসজিদের মুয়াজ্জিন মাহমুদ আল-মগাজির বিরুদ্ধে  ‘আজানের ভাষা পরিবর্তনের’ অভিযোগে আইনী ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে।

সৈয়দ গাজি মসজিদের মুয়াজ্জিন আল-মগাজি আজান দেয়ার সময় প্রচলিত বাক্য ‘ঘুমের চেয়ে নামাজ উত্তম’ না বলে ‘ফেইসবুকে সময় কাটানোর চেয়ে নামাজ উত্তম’ বলেন।

বিষয়টি ভালভাবে নেননি ওই এলাকার মুসল্লিরা। তারা আল-মগাজির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

আল-মগাজিকে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত চলছে।

রোববার রাতে বিষয়টি নিয়ে টেলিভিশনে এক আলোচনা অনুষ্ঠানে টেলিফোনে স্থানীয় একজন মুসল্লি আল-মগাজিকে একজন বিপথগামী উল্লেখ করে বলেন, মুয়াজ্জিনের এরকম খামখেয়ালি আচরণের জন্য তারা ওই মসজিদে নামাজ পড়া বন্ধ করে দিয়েছেন।

এর জবাবে আল-মগাজি বলেন, টেলিফোনে কথা বলা ওই ব্যক্তি নিয়মিত মসজিদে নামাজ পড়তে যান না এবং তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন মুসলিম ব্রাদারহুডের সমর্থক।

ওই অনুষ্ঠানে তাকে বরখাস্ত করার আদেশ তুলে না নিলে অনশনে যাওয়ার হুমকিও দেন আল-মগাজি। তাকে বাঁচানোর জন্য প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসির কাছেও আবেদন জানিয়েছেন তিনি।

আল-মগাজির দাবি তিনি নিজে কখনও ফেইসবুক ব্যবহার করেননি।