চীনে গুজব ছড়ানোর অভিযোগে ১৯৭ জনকে শাস্তি

অনলাইনে গুজব ছড়ানোর অভিযোগে ১৯৭ জনকে শাস্তি দিয়েছে চীন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2015, 02:34 PM
Updated : 31 August 2015, 02:34 PM

সম্প্রতি ঘটে যাওয়া চীনা শেয়ার বাজারে দরপতন ও রাসায়নিক গুদামে বিস্ফোরণের ঘটনা নিয়ে তারা গুজব ছড়িয়েছিলেন বলে সোমবার জানিয়েছে গণমাধ্যম। 

গুবজ ছড়ানোর অভিযোগে আটক হওয়াদের মধ্যে একজন সাংবাদিক এবং শেয়ার বাজারের কর্মকর্তারাও রয়েছে বলে জানিয়েছে সিনহুয়া। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

চায়না ডেইলি জানায়, রোববার জন নিরাপত্তা মন্ত্রণালয়ের ইস্যু করা এক বিবৃতিতে বলা হয়েছে, ওই সমস্ত ঘটনা নিয়ে অপতৎপরতার কারণে ১৬৫ টি অনলাইন একাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে।

শাস্তি পাওয়া ব্যক্তিরা তাদের কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করেছে বলেও জানানো হয় বিবৃতিতে।

গত সপ্তাহে চীনের শেয়ার মার্কেটে প্রায় ৮% দরপতন ঘটে। ওদিকে অনলাইনে গুজব ছড়ানো হয়, দরপতনের কারণে এক ব্যক্তি ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন।

অন্যদিকে, চীনের রাসায়নিক গুদামে বিস্ফোরণে নিহত হয় ১৫০ জনের জনের জায়গায় ১ হাজার ৩০০  জন নিহত হওয়ার গুজব রটানো হয়।