পালমিরার মূল মন্দিরের ‘ব্যাপক ক্ষতি’ করেছে আইএস

সিরিয়ার প্রাচীন নগরী পালমিরার সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্দির হিসেবে বিবেচিত স্থাপনাটি আংশিক ধ্বংস করে দিয়েছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2015, 09:56 AM
Updated : 31 August 2015, 09:56 AM

অধিকার আন্দোলনকারী ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সোমবার এ খবর জানিয়েছে বিবিসি।

দুই হাজার বছরের পুরনো বেল মন্দিরটির ক্ষয়ক্ষতির পুরো চিত্র পরিষ্কার না হলেও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বড় ধরনের বিস্ফোরণে তারা কেঁপে উঠেছেন।  

এক সপ্তাহ আগে প্রাচীন নগরীটির আরেকটি মন্দির বোমা বিস্ফোরণে উড়িয়ে দিয়েছিল আইএস।

মে মাসে আইএস পালমিরা দখল করে নেওয়ার পর থেকেই পুরাতাত্ত্বিক স্থানটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা ছড়িয়ে পড়েছিল। 

গ্রেকো-রোমান স্থাপত্যের বিশ্ববিখ্যাত এই পুরাতাত্ত্বিক স্থানটি সিরিয়ার রাজধানী দামেস্কের উত্তরপূর্বে মরুভূমির মধ্যে অবস্থিত।

পালমিরার এক বাসিন্দা বলেছেন, “এটি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। শুধু ইট ও কলামগুলো মাটির উপর আছে।”

“এমন বিস্ফোরণের শব্দ বধিররাও শুনতে পেয়েছে,” বলেন তিনি। মন্দিরটির শুধু দেওয়ালটি অবশিষ্ট আছে বলে জানিয়েছেন তিনি।

পালিমিরেনি দেবতাদের জন্য উৎসর্গকৃত মন্দিরটি প্রত্নস্থানটির সবচেয়ে ভালোভাবে রক্ষিত স্থাপনাগুলোর অন্যতম ছিল।

এর আগে স্থানটির বালশামিন মন্দির ধ্বংসের প্রাথমিক খবর পাওয়ার কয়েকদিন পর আইএস-র প্রকাশ করা ছবি থেকে মন্দিরটির সর্বশেষ অবস্থা জানা যায়।

সিরিয়ার প্রাচীন এই নগরীটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ ঘোষণা করা স্থানগুলোর মধ্যে অন্যতম প্রধান সাংস্কৃতিক কেন্দ্র। সিরিয়ার সাংস্কৃতিক উত্তরাধিকার ধ্বংস করাকে যুদ্ধাপরাধ অভিহিত করে এর নিন্দা জানিয়েছে ইউনেস্কো।