আরামকোর আবাসিক ভবনে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১১

সৌদি আরবের আল খোবার শহরে আরামকো তেল কোম্পানির একটি আবাসিক ভবনে আগুন লেগে নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে; আহত হয়েছেন ২১৯ জন।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2015, 06:19 AM
Updated : 31 August 2015, 06:25 AM

সৌদি আরবের গণপ্রতিরক্ষা বিষয়ক মুখপাত্র আলি আল কাতানি ট্যুইটারে বলেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

তিনি জানান, হতাহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। তারা সৌদি আরামকো তেল কোম্পানিতে কাজ করতেন।

রোববার ওই কমপ্লেক্সটিতে ভয়াবহ এই অগ্নিকাণ্ড ঘটে।  সেখানে ওই তেল কোম্পানির কর্মীরা থাকতেন।

গণপ্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, কমপ্লেক্সটির বেইজমেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

অপরিশোধিত তেল উৎপাদন ও রপ্তানির ক্ষেত্রে আরামকো বিশ্বের সর্ববৃহৎ কোম্পানি। বিশ্বের ৭৭টি দেশের ৬১ হাজারের বেশি কর্মী এ প্রতিষ্ঠানে কাজ করেন।

সৌদি আরবের ৩ কোটি ৮০ লাখ জনসংখ্যার এক তৃতীয়াংশই বিদেশি।