যুদ্ধ চাপিয়ে দিলে ভারত ভুগবে: পাকিস্তান

পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামলে ভারতের ‘মারাত্মক ক্ষয়ক্ষতি’ হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ।

আইএএনএসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2015, 03:41 PM
Updated : 30 August 2015, 03:59 PM

রাষ্ট্র-পরিচালিত রেডিও পাকিস্তানের খবরে মন্ত্রীর বরাত দিয়ে রোববার বলা হয়, “ভারত পাকিস্তানের ওপর যুদ্ধ চাপিয়ে দিলে তারা প্রচণ্ড ক্ষতির মুখে পড়বে, যেটা কয়েক দশক ধরে তাদের মনে থাকবে।”

জম্মু ও কাশ্মীর সীমান্তবর্তী গ্রাম কুনদুনপুর সফরের সময় সাংবাদিকদের একথা বলেন আসিফ।

তিনি বলেন, ভারতের সীমান্তরক্ষী বাহিনীর ‘অনর্থক’ গোলাগুলি ও গোলা নিক্ষেপের কারণে কুনদুনপুর খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভারত নিজেদের অভ্যন্তরীন ব্যর্থতা থেকে সবার দৃষ্টি সরিয়ে নিতে সীমান্তে উত্তেজনা সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন তিনি।

ভারত পাকিস্তানের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করছে অভিযোগ করে মন্ত্রী আরো বলেন, ইসলামাবাদের কাছে এ সংক্রান্ত প্রমাণও আছে।

সম্প্রতি জম্মু ও কাশ্মীর সীমান্তে প্রতিবেশী দুই দেশের গোলাগুলিতে উভয়পক্ষের কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

উভয়ই এজন্য পরষ্পরকে দায়ী করছে।