অস্ট্রিয়ায় লরিতে লাশ: আরো একজন আটক

অস্ট্রিয়ায় লরিতে লাশ উদ্ধারের ঘটনায় আর একজনকে গ্রেপ্তার করেছে হাঙ্গেরি পুলিশ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2015, 02:48 PM
Updated : 30 August 2015, 02:48 PM

পুলিশ জানায়, শনিবার রাতে পঞ্চম ব্যক্তিকে মানবপাচারের সঙ্গে জড়িত সন্দেহে আটক করা হয়। এ নিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হল।

আটক পঞ্চম ব্যক্তি বুলগেরিয়ার নাগরিক। সে মানবপাচার চক্রের নিচের দিকের সদস্য বলে ধারণা করছে পুলিশ।

তবে ওই ব্যক্তির মাধ্যমে চক্রের নেতাদের বিষয়ে খোঁজ পাওয়া সম্ভব হবে বলে তারা বিবিসি’র কাছে আশা প্রকাশ করেছে।

এর আগে আটক বুলগেরিয়ার তিনজন এবং আফগানিস্তানের একজনকে শনিবার হাঙ্গেরির একটি আদালতে হাজির করা হয়। আদালত তাদের একমাসের জন্য কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে।

ওদিকে, ইউরোপে দিন দিন জটিল হয়ে উঠতে থাকা অভিবাসী সঙ্কট নিয়ে আলোচনার জন্য জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য ইইউভূক্ত দেশগুলোর মধ্যে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে।

রোববার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সঙ্কটময় এ সময়ে বেশ কয়েকটি দেশের আচরণ খুবই ‘মর্মপীড়াদায়ক’।

বৃহস্পতিবার অস্ট্রিয়ার পূর্বাঞ্চলে হাঙ্গেরি সীমান্তের কাছে সড়কে পরিত্যক্ত একটি লরিতে ৭১টি মৃতদেহ পাওয়া যায়।

নিহতদের মধ্যে ৫৯ জন পুরুষ, ৮ জন নারী এবং এক-দুই বছরের এক মেয়ে শিশুসহ ৪ জন শিশু রয়েছে বলে বিবিসিকে জানিয়েছিল পুলিশ।

ট্রাকের ভেতর শ্বাসরুদ্ধ হয়ে তারা মারা গেছে বলে ধারণা পুলিশের।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ট্রাকটির ভেতরে পাওয়া ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র থেকে ধারণা করা হয় নিহতরা সিরিয়া ও আফগানিস্তানের শরণার্থী।