সৌদি আরবে তেল কোম্পানির শ্রমিকাবাসে আগুনে নিহত ২

সৌদি আরবের আল খোবার শহরে একটি তেল কোম্পানির শ্রমিকাবাসে লাগা আগুনে দুইজন নিহত হয়েছেন।

>>রয়টার্স
Published : 30 August 2015, 08:15 AM
Updated : 30 August 2015, 10:10 AM

রোববার লাগা এ আগুনে আরো ১০৫ জনেরও বেশি আহত হয়েছেন, জানিয়েছে দেশটির দমকল কর্তৃপক্ষ।

নিহত ব্যক্তিদের জাতীয়তা জানা যায়নি, আহতরা বিভিন্ন দেশের নাগরিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দেশটির জাতীয় তেল কোম্পানি সৌদি আরামকো জানিয়েছে, কোম্পানির রাদিয়াম আবাসিক কম্পাউন্ডের বেইসমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। 

এক বিবৃতিতে কোম্পানিটি বলেছে, “আল খোবারে সৌদি আরামকোর কর্মীদের জন্য ভাড়া করা রাদিয়াম আবাসিক কম্পাউন্ডের বেইসমেন্টে আজ সকাল পৌনে ৭টায় আগুন লেগেছে বলে জানা গেছে।” 

দমকল ও সৌদি আরামকোর অগ্নি নির্বাপন ব্রিগেড কম্পাউন্ডটি থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে বলে বিবৃতিতে বলা হয়েছে।

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র কর্নেল আলি আল কাহতানি জানিয়েছেন, লোকজনকে বাঁচাতে ছাদ থেকে তাদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া অব্যাহত আছে।

স্থানীয় বাসিন্দারা এলাকাটির উপর দিয়ে অনেক হেলিকপ্টার উড়তে দেখছেন বলে জানিয়েছেন।   

আরামকোর ওয়েবসাইটে দেওয়া তথ্যে বলা হয়েছে, রাদিয়াম রেসিডেন্সিয়াল কমপ্লেক্স আটটি ছয়তলা ভবন নিয়ে তৈরি যেখানে ৪৮৬টি ইউনিট আছে।