পর্তুগালে কুকুর নিয়ে ঝগড়ায় বৃদ্ধের গুলিতে নিহত ৩

প্রতিবেশীর কুকুরের চিৎকারে উত্যক্ত এক বৃদ্ধের গুলিতে পর্তুগালে দুই পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2015, 05:15 AM
Updated : 30 August 2015, 06:15 AM

রোববার দেশটির রাজধানী লিসবনের ৩০ কিলোমিটার দক্ষিণের কুইন্তা দো কোন্দে এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি।

এ ঘটনায় গুলিবিদ্ধ আহত অপর একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার শেষ পর্যায়ে আত্মহত্যার চেষ্টায় ৭৭ বছর বয়সী ওই বৃদ্ধ রাইফেল দিয়ে নিজেকেও গুলি করেছেন। আহত অবস্থায় গ্রেপ্তারের পর তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বার্তা সংস্থা লুসাকে ওই এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, প্রতিবেশীর কুকুর চিৎকার না থামালে গুলি করা হবে বলে হুমকি দিয়েছিলেন ওই বৃদ্ধ, তবে সত্যি সত্যি তিনি গুলি করবেন এমনটি কেউ ভাবেনি। 

ঝগড়া থামাতে প্রতিবেশী এক পুলিশ কর্মকর্তা সাদা পোশাকে ঘটনাস্থলে ছুটে গেলে তাকেও গুলি করে হত্যা করেন ওই বৃদ্ধ। ঘটনাস্থলে টহল পুলিশের এক কর্মকর্তা উপস্থিত হলে মাথায় গুলি করে তাকেও হত্যা করেন বন্দুকধারী। 

সাদা পোশাকে থাকা নিহত পুলিশ কর্মকর্তার ছেলে ছুটে এলে গোলাগুলির মাঝে পড়ে তিনিও আহত হন।  আশঙ্কাজনক অবস্থায় ছেলেটিকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।