পালমিরার মন্দির ধ্বংসের খবর সত্য

উপগ্রহের ছবি থেকে সিরিয়ার প্রাচীন নগরী পালমিরায় রোমান আমলে নির্মিত একটি মন্দির ধ্বংসের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

>>রয়টার্স
Published : 29 August 2015, 04:06 PM
Updated : 29 August 2015, 04:06 PM

এক সপ্তাহ আগে ইসলামিক স্টেট (আইএস) মন্দিরটি ধ্বংস করার দাবি করেছিল।
২৫ অগাস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরক দিয়ে প্রাচীন মন্দির বাল শামিন গুঁড়িয়ে দেয়ার ছবি প্রকাশ করেছিল আইএস।
ইউনেস্ক একে যুদ্ধাপরাধ বলে ঘোষণা করে।
২২ মে’র ‘আগে’ ধারণ করা ছবি এবং ২৫ অগাস্টের ‘পরে’ ধারণ করা ছবি বিশ্লেষণ করে জেনেভা ভিত্তিক ইউনাইটেড নেশন্স ইন্সটিটিউট ফর ট্রেনিং অ্যান্ড রিসার্স এর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “মন্দিরের প্রধান ভবন ধ্বংস হয়ে যাওয়ার বিষয়টি আমরা নিশ্চিত। তবে দেখে মনে হচ্ছে, প্রধান ভবনের চারপাশে ঘিরে থাকা কলামগুলো কম ক্ষতিগ্রস্ত হয়েছে।”
আইএস সিরিয়ার ৮২ বছর বয়সী প্রত্নতাত্ত্বিক খালেদ আল-আসাদকেও হত্যা করেছে।
খালেদ আল-আসাদ গত চার দশক ধরে পালমিরার বিশ্ব ঐতিহ্যের ধ্বংসাবশেষ নিয়ে কাজ করছিলেন।
মে মাসে পালমিরার নিয়ন্ত্রণ নিয়েছিল আইএস।