অস্ট্রিয়ায় লরিতে লাশ: আটক ৪ সন্দেহভাজন আদালতে

অস্ট্রিয়ায় একটি লরিতে অভিবাসীদের মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে আটক চার ব্যক্তিকে এক মাসের জন্য কারাগারে পাঠিয়েছে হাঙ্গেরির একটি আদালত।

>>রয়টার্স
Published : 29 August 2015, 03:24 PM
Updated : 29 August 2015, 03:24 PM

শনিবার হাঙ্গেরির কেটকেমেৎ শহরের আদালতে ওই চার ব্যক্তিকে হাজির করা হয়।

বৃহস্পতিবার অস্ট্রিয়ার পূর্বাঞ্চলে হাঙ্গেরি সীমান্তের কাছে সড়কে পরিত্যক্ত একটি লরিতে ৭১টি মৃতদেহ পাওয়া যায়।

নিহতদের মধ্যে ৫৯ জন পুরুষ, ৮ জন নারী এবং এক-দুই বছরের এক মেয়ে শিশুসহ ৪ জন শিশু রয়েছে বলে বিবিসিকে জানিয়েছিল পুলিশ।

ট্রাকের ভেতর শ্বাসরুদ্ধ হয়ে তারা মারা গেছে বলে ধারণা পুলিশের।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ট্রাকটির ভেতরে পাওয়া ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র থেকে ধারণা করা হয় তারা সিরিয়ার শরণার্থী।

এ ঘটনায় জড়িত সন্দেহে বুলগেরিয়ার তিন জন এবং একজন আফগান নাগরিককে গ্রেপ্তার করা হয়।

প্রসিকিউশনের মুখপাত্র গ্যাবর স্কমিদেৎ সাংবাদিকদের বলেন, ওই চারজনের বিরুদ্ধে মানবপাচার, নির্যাতন এবং মুক্তিপণ আদায়ের অভিযোগ আনা হয়েছে।

তিনি বলেন, “কেটকেমেৎ থেকে যাত্রা শুরু করা লরিটি দক্ষিণের (সার্বিয়া) সীমান্ত থেকে অভিবাসীদের তুলে হাঙ্গেরির ভেতর দিয়ে অস্ট্রিয়া যায়।”

মানবপাচারের অভিযোগ আনা হলেও হাঙ্গেরিতে তাদের বিরুদ্ধে নরহত্যার অভিযোগ আনা হয়নি। কারণ অস্ট্রিয়ায় তাদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হবে।