ডোমিনিকায় ঝড় এরিকার আঘাতে নিহত ২০

ক্যারিবিয়ান অঞ্চলের দেশ ডোমিনিকায় গ্রীষ্মমণ্ডলীয় ঝড় এরিকার আঘাতে অন্ততপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2015, 09:01 AM
Updated : 29 August 2015, 09:01 AM

ঝড়ের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নিহতের এই ঘটনা ঘটে।

বিবিসি বলছে, এরফলে নিখোঁজ হয়েছেন ৩১ জনেরও বেশি মানুষ।

শুক্রবার এই দ্বীপরাষ্ট্রটিতে এরিকা আঘাত হানে। দেশটির প্রধানমন্ত্রী শনিবার এসব তথ্য জানিয়েছেন।

ঝড় এরিকা শনিবার ৮৫ কিলোমিটার বেগে হাইতি ও ডোমিনিকা প্রজাতন্ত্রে আঘাত হানতে পারে। ঝড়টির গতিপথ বলছে, পরদিন এটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হানবে।

এরই মধ্যে ফ্লোরিডায় জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার জাতির উদ্দেশে দেয়া এক টেলিভিশন ভাষণে ডোমনিকান প্রধানমন্ত্রী রুজভেল্ট স্কেরিত বলেন, এরিকের আঘাতে শত শত বাড়ি-সেতু ও সড়ক ধ্বংস হয়ে গেছে। দেশের অগ্রযাত্রা পিছিয়ে গেছে ২০ বছর।

এরিকের প্রভাবে ৩৮ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে।

ক্যারিবীয় অঞ্চলের অন্যান্য রাষ্ট্রেও এই গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের কারণে সতর্কতা জারি করা হয়েছে।