সীমান্তে ভারত-পাকিস্তান গোলাগুলি, নিহত ৯

জম্মু ও কাশ্মিরে পাকিস্তান-ভারতের মধ্যে গোলাগুলিতে নিহতের সংখ্যা বেড়ে নয় জনে দাঁড়িয়েছে।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2015, 08:15 AM
Updated : 28 August 2015, 11:49 AM

শুক্রবার এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

রয়টার্স জানিয়েছে, দুইপক্ষের গোলাগুলিতে পাকিস্তানের ছয়জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৪৮ জন। তাদের শিয়ালকোটের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে পাকিস্তানি সীমান্তরক্ষীদের একজন মুখপাত্র জানিয়েছেন।

এরআগে পাকিস্তানি রেঞ্জারদের গোলা নিক্ষেপে ভারতের তিনজন সাধারণ নাগরিক নিহত হয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস ও এনডিটিভির খবরে বলা হয়েছিল।

উভয়পক্ষই গোলাগুলির জন্য পরস্পরকে দায়ী করেছে।

আইএএনএসকে ভারতের পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “জম্মু জেলায় আরএস পুরা সেক্টরে পাকিস্তানি রেঞ্জারদের এলোপাতাড়ি গোলা নিক্ষেপের কারণে তিনজন সাধারণ নাগরিক নিহত ও নয়জন আহত হয়েছেন।”

সাই খুরদ গ্রামের সুভাশ চন্দর (৪৫) ও বিমলা দেবী (৪২) এবং আব্দুল্লিয়ান গ্রামের পবন কুমার (৫৫) হামলায় নিহত হয়েছেন।

গোলায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

ভারতের সীমান্তরক্ষীদের পক্ষ থেকে বলা হয়েছে, শুক্রবার রাত ১টার দিকে পাকিস্তানি সীমান্তরক্ষীরা গোলা নিক্ষেপ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যে ওই সীমান্তে গোলাগুলি চলছে।

পুলিশ আরো জানিয়েছে, ওই এলাকায় পাকিস্তানি পক্ষ স্বয়ংক্রিয় অস্ত্র ও মেশিনগান দিয়েও এলোপাতাড়ি গুলি ছুঁড়েছে।