সিরিয়ার তিন শহরে দু’দিনের অস্ত্রবিরতি শুরু

সিরিয়ার লেবানন সীমান্তের কাছে বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি শহর এবং উত্তরপূর্বের দুটি শিয়া গ্রামে বিবাদমান পক্ষগুলোর মধ্যে দুইদিনের অস্ত্রবিরতি কার্যকর হয়েছে বলে জানিয়েছে ‘দ্য অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।

>>রয়টার্স
Published : 27 August 2015, 05:17 PM
Updated : 27 August 2015, 05:17 PM

একদিকে সিরিয়ার সেনাবাহিনী এবং লেবাননের হিজবুল্লাহ এবং অন্যদিকে সিরিয়ার বিদ্রোহী পক্ষের এলাকাগুলোতে একমাসের মধ্যে এটি দ্বিতীয় যুদ্ধবিরতি।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের বিদ্রোহী ঘাঁটি জাবাদানি, সরকার নিয়ন্ত্রিত গ্রাম ফুয়া ও কাফরাইয়াতে উভয় পক্ষের মধ্যে এ অস্ত্রবিরতি শুরু হয়েছে।

এর আগে ১২ অগাস্ট এ ধরনের আরেকটি অস্ত্রবিরতি হয়েছিল।  কিন্তু সে অস্ত্রবিরতি কিছু সময়ের জন্য বাড়ানোর পরই ভেস্তে গিয়ে আবারো দুপক্ষে লড়াই শুরু হয়।