ব্যাংকক হামলা: খতিয়ে দেখা হচ্ছে তুরস্কের যোগসূত্র

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের হিন্দু মন্দিরে বোমা হামলায় তুরস্কের যোগসাজশ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

>>রয়টার্স
Published : 27 August 2015, 05:09 PM
Updated : 27 August 2015, 05:09 PM

ওই হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছিল। হামলার কয়েকদিন আগে থাইল্যান্ডে কয়েকজন তুর্কি নাগরিকের আগমনের বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। তবে এ ঘটনায় কোনো গ্রুপের জড়িত থাকার সম্ভাবনাও পুলিশ উড়িয়ে দিচ্ছে না।

পুলিশ ও কয়েকজন নিরাপত্তা বিশ্লেষক বোমা হামলার ঘটনায় উইঘুরদের যোগসাজশ থাকার আশঙ্কা প্রকাশ করেছেন। এই উইঘুররা চীনের পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত এলাকার তুর্কিভাষী মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়। বেইজিংয়ের শাসনে নিপীড়িত হওয়ার অভিযোগ করে আসছে তারা।

তুর্কিদের অনেকেই উইঘুরদের প্রতি চীনের এ বৈরি আচরণে অসন্তুষ্ট।গত মাসে ১শ’রও বেশি উইঘুরকে থাইল্যান্ড থেকে চীনে তাড়িয়ে দেয়া হয়। মানবাধিকার গ্রুপগুলো থাইল্যান্ডের এ পদক্ষেপের সমালোচনা করে এবং তুরস্কেও ইস্তাম্বুলের থাই কনস্যুলেটের সামনে বিক্ষোভ করে তুর্কিরা।

থাইল্যান্ডে বোমা হামলার দু’সপ্তাহ আগে তুর্কিদের দেশটিতে প্রবেশের বিষয়টি পুলিশ খতিয়ে দেখেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন জাতীয় পুলিশের মুখপাত্র প্রায়ুত থাভোরনসিরি।

তিনি বলেন, “সম্ভবত আরো তুর্কি নাগরিক থাইল্যান্ডে আসছে। আমরা তদন্ত করে কয়েকটি গ্রুপের সন্ধান পেয়েছি যারা দেশটিতে এসে থাকতে পারে।”