যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় পুলিশসহ নিহত দুই

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের ছোট শহর সানসেটের একটি বাড়িতে একব্যক্তি তিন নারীকে ছুরিকাঘাতে আহত করার পর এক পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে। 

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2015, 07:09 AM
Updated : 27 August 2015, 07:09 AM

বুধবার বিকালের (স্থানীয় সময়) এই ঘটনায় ছুরিকাঘাতে গুরুতর আহত শামেকা জনসন (৪১) হাসপাতালে মারা গেছেন।

আহত অপর দুই নারী হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে সিএএন ও বার্তা সংস্থা রয়টার্স।

এ ঘটনা শুরু হওয়ার প্রায় ঘণ্টা খানেক পর অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে হ্যারিসন লি রিলে (৩৫) হিসেবে সনাক্ত করা হয়েছে।

নিহত পুলিশ কর্মকর্তার নাম হেনরি নেলসন (৫২)। নারীদের ছুরিকাঘাতের পর জরুরি ফোন পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে নেলসনকে গুলি করেন রিলে। 

পরে একটি গাড়িতে করে পালানোর চেষ্টাকালে রিলের গাড়িটি ঘটনাস্থলের কয়েক ব্লক দূরে একটি মাকের্টের দোকানের সঙ্গে ধাক্কা খায়। এরপর তিনি গাড়ি থেকে নেমে দোকানটির অফিস ঘরে গিয়ে আত্মগোপন করেন। কাঁদুনে গ্যাস ব্যবহার করে অফিস ঘর ভেঙে পুলিশ ভেতরে ঢোকার চেষ্টা করলে রিলে আত্মসমর্পণ করেন।

দোকান মালিক, এক কর্মচারী ও একজন ক্রেতা দোকানটিতে থাকলেও তারা সেসময় দোকান থেকে বের হয়ে গিয়ে আত্মরক্ষা করেন।

গ্রেপ্তারের পর রিলেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। গ্রেপ্তারের সময় রিলেকে নেশাগ্রস্ত অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছেন স্থানীয় শেরিফ গুইড্রোজ।

আহত নারীদের মধ্যে একজন রিলের স্ত্রী কোর্টনি জোলিভেত্তে ও অপরজন নিহত শামেকার বোন সার্লে জনসন। তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।

রিলে বা তার স্ত্রীর সঙ্গে জনসন বোনদের সম্পর্কের বিষয়টি এখনও পরিষ্কার হওয়া যায়নি।