ভারতে মুসলমানদের জন্মহার কমেছে

ভারতে মুসলিম জনগোষ্ঠীর জন্মহার কমেছে বলে সর্বশেষ আদমশুমারিতে দেখা গেছে।

গৌতম দেবরয়বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2015, 03:29 AM
Updated : 27 August 2015, 03:29 AM

২০১১ সালে ধর্মীয় সম্প্রদায়ের উপর চালানো ওই আদমশুমারির তথ্য এ সপ্তাহে প্রকাশ করা হয়।

 

২০০১ সালের তুলনায় ২০১১ সালে মুসলিমদের জন্মহার ‘উল্লেখযোগ্য’ হারে কমার তথ্য পাওয়া গেছে বলে ভারতের রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেনসাস কমিশনার বলেছেন।

জনসংখ্যা বৃদ্ধির হার কমাকে ইতিবাচকভাবে দেখছেন জনসংখ্যাতাত্ত্বিকরা।

সুব্রত মুখার্জি নামের একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটি নিঃসন্দেহে একটি ভালো প্রবণতা। এতে দেখা গেছে, হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ই জন্মশাসনের গুরুত্ব বুঝতে পেরেছে।”

আদমশুমারিতে হিন্দুদের চেয়ে মুসলমানদের জন্মহার বেশি কমার তথ্য মিলেছে। তারপরেও জন্মহারের দিক দিয়ে হিন্দুদের এখনও এগিয়ে মুসলমানরা।