২য় বিশ্বযুদ্ধকালীন সোভিয়েত বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

পোল্যান্ডের একটি নদীগরভ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান বাহিনীর হাতে ভূপাতিত একটি সোভিয়েত বিমানের ধ্বংসাবশেষ এবং দুইজন ক্রুর দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।

>>রয়টার্স
Published : 26 August 2015, 03:54 PM
Updated : 26 August 2015, 03:54 PM

স্থানীয় গণমাধ্যামের খবরে বলা হয়, জুরা নদীর তলদেশ থেকে বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। খরার কারণে এ বছর নদীটির পানি রেকরড পরিমাণে কমে গেলে ধ্বংসাবশেষের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়।

পোল্যান্ডের গণমাধ্যমের খবরে বলা হয়, সেখানে দুই জন ক্রুর দেহাবশেষও খুঁজে পাওয়া গেছে।

বিধ্বস্ত বিমানটি কাছের শহর উইসগ্রদের একটি জাদুঘরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ধ্বংসাবশেষ পরীক্ষা করা হবে।

জাদুঘরের পরিচালক জিদজিসোয়াফ লেসটেইনস্কি টেলিভিশনে এক সাক্ষাৎকারে বলেন, “ওটি একটি সোভিয়েত বিমান। বিমানটির গায়ে সব কিছু সিরিলিক লিপিতে লেখা।”