উদ্ধার খণ্ডাংশ নিখোঁজ মালয়েশীয় বিমানেরই

ভারত মহাসাগরীয় ফরাসি দ্বীপ রিইউনিয়নে পাওয়া বিমানের ডানার খণ্ডাংশ নিখোঁজ মালয়েশীয় উড়োজাহাজ এমএইচ ৩৭০-এর বলে দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক নিশ্চিত করেছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2015, 07:34 PM
Updated : 5 August 2015, 07:45 PM

বুধবার তিনি বলেছেন, ফ্রান্সে ওই ধ্বংসাবশেষ পরীক্ষারত আন্তর্জাতিক বিশেষজ্ঞরা সেটি ওই উড়োজাহাজের বলে নিশ্চিত হয়েছেন।

গত বছর মার্চে ২৩৯ জন আরোহী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের উদ্দেশে উড্ডয়নের পর উধাও হয় মালয়েশিয়া এয়ারলাইন্সের এই উড়োজাহাজ।

পরে রাডারের তথ্যে বিমানটি নির্দিষ্ট রুট ছেড়ে পুরোপুরি উল্টোদিকে ভারত মহাসাগরের দিকে চলে যায় বলে ইঙ্গিত মেলে।

কিন্তু তারপর থেকে বিশ্বের অন্যতম বৃহত্তম আন্তর্জাতিক অনুসন্ধানেও বিমানটির কোনো হদিস পাওয়া যাচ্ছিল না।

এক সপ্তাহ আগে প্রত্যন্ত ভারত মহাসাগরীয় দ্বীপ রিইউনিয়নে ওই খণ্ডাংশ পাওয়া যায়।

এক সংবাদ সম্মেলনে নাজিব রাজাক বলেন, “বিমানটি উধাও হওয়ার পর থেকে গত ৫১৫ দিন পরিবারগুলো যে দুঃসহ চাপ ও অনিশ্চয়তার মধ্য দিয়ে এসেছে তা বর্ণনাতীত।

“আমাদের কাছে এখন বাস্তব প্রমাণ আছে যে, ফ্লাইট এমএইচ৩৭০ মর্মান্তিকভাবে ভারত মহাসাগরের দক্ষিণাঞ্চলে শেষ হয়েছিল।”

তবে বিমানটি কেন বিধ্বস্ত হয়েছিল, তা এখনও অনুদ্ঘাটিত।

নাজিব রাজাক বলেন, “মর্মান্তিক এই ঘটনায় ক্ষতিগ্রস্ত সবাইকে আমি আশ্বস্ত করতে চাই- বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ খুঁজে বের করতে আমরা সম্ভাব্য সব কিছুই করব।”