কাশ্মিরে সন্ত্রাসী হামলায় ভারতীয় দুই সীমান্তরক্ষী নিহত

ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গাড়ি বহরে চালানো সন্ত্রাসী হামলায় বিএসএফের দুই সদস্য নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2015, 07:12 AM
Updated : 5 August 2015, 07:33 AM

সীমান্তরক্ষী এই বাহিনীর সদস্যদের পাল্টা গুলিতে একজন সন্ত্রাসীও নিহত হয়েছেন।

বুধবার জম্মুর সামরুলি মহাসড়কে এ হামলার ঘটনায় আরো পাঁচ বিএসএফ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।

অমরনাথ যাত্রায় হিন্দু পুণ্যার্থীরা প্রায়ই সামরুলি মহাসড়কটি ব্যবহার করায় তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন রয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনীগুলো। ঘটনাস্থলে অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে।

হামলাকারীরা ভারতীয় সেনাবাহিনীর পোশাক পরিহিত অবস্থায় বিএসএফের গাড়িবহর আক্রমণ করে বলে জানা গেছে।

সম্ভাব্য হামলাকারীদের ধরতে ওই অঞ্চলে সেনাবাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে।

রাজ্যটির সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ট্যুইটারে মন্তব্য করেন, “দীর্ঘদিন পর এখানে এমন শক্তিশালী হামলা হল। বিদ্রোহী-জঙ্গিমুক্ত এই অঞ্চলে এমন ঘটনা সত্যিই দুঃখজনক।”

শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়কটিতে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।