ক্যালিফোর্নিয়ার দাবানল ঠেকাতে লড়ছে দমকলবাহিনী

তাপমাত্রা কয়েক ডিগ্রি হ্রাস পাওয়ার পরও ক্যালিফোর্নিয়ার দাবানল ঠেকাতে রীতিমতো লড়াই করতে হচ্ছে অঙ্গরাজ্যটির দমকলকর্মীদের।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2015, 09:14 AM
Updated : 4 August 2015, 09:14 AM

পাহাড়ের ঢালে ও উঁচুনিচু পাহাড়ি এলাকাগুলোতে লাগা ১৮টি দাবানল ঠেকাতে সোমবার সারাদিন ধরে নয়হাজার দমকলকর্মী কাজ করেছেন বলে জানিয়েছে বিবিসি। 

সান ফ্রান্সিসকোর উত্তরে সবচেয়ে বড় দাবানলটি দ্রুত ছড়িয়ে পড়ছে বলে খবর বেরিয়েছে। রকি দাবানল নামে পরিচিতি পাওয়া এই আগুন ইতোমধ্যেই ১৪৫ বর্গ কিলোমিটার এলাকা গ্রাস করেছে।

আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকায় ওই এলাকায় কয়েক হাজার বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

রকি দাবানল নামে পরিচিতি পাওয়া এই আগুন ইতোমধ্যেই ১৪৫ বর্গ কিলোমিটার এলাকা গ্রাস করেছে। ছবি: বিবিসি

কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার লড়াইয়ে কিছুটা সফলতা পেয়েছেন তারা। ২১টি থেকে দাবানলের সংখ্যা ১৮টিতে নামিয়ে আনা গেছে। 
লস অ্যাঞ্জেলস থেকে বিবিসির প্রতিনিধি জানিয়েছেন, দুইদিনের মধ্যে রকি দাবানল আকারে তিনগুণ হয়ে গেছে, আগুন ছড়িয়ে পড়ার এই হারকে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন রাজ্যটির কর্মকর্তারা। 
প্রবল বাতাসে আগুন আরো ছড়িয়ে পড়ছে এবং ইতোমধ্যে অন্ততপক্ষে ২৪টি বাড়ি আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে।
আগুন যে পথে অগ্রসর হচ্ছে সেই দিকে ছয় হাজারেরও বেশি ঘরবাড়ি রয়েছে। এসব এলাকার ১৩ হাজার বাসিন্দাকে সতর্ক করা হয়েছে। 
চার বছর ধরে চলা খরায় পশ্চিম যুক্তরাষ্ট্রের ‍ভূমি শুকিয়ে ‘কাঠ’ হয়ে রয়েছে। এরসঙ্গে যুক্ত হয়েছে অস্বাভাবিক আর্দ্রতা, বজ্রপাত ও দমকা বাতাস। 
তাপমাত্রা কমার পরিপ্রেক্ষিতে দাবানল নিয়ন্ত্রণে আনায় কিছুটা সাফল্য এলেও বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই।