সিরিয়ার বিদ্রোহীদের সুরক্ষা দেবে যুক্তরাষ্ট্র

সিরিয়ার বিদ্রোহীদের সুরক্ষা দিতে বিমান হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2015, 02:13 PM
Updated : 3 August 2015, 02:13 PM

মার্কিন সেনাবাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত সিরীয় বিদ্রোহীদের যে কোনো হামলাকারীর হাত থেকে বাঁচাতে এ সুরক্ষা দেয়া হবে।

এমনকি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী হামলা করলেও বিদ্রোহীরা এ বিমান সুরক্ষা পাবে বলে রোববার জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

প্রেসিডেন্ট বারাক ওবামার এ সিদ্ধান্তের ফলে সিরিয়ার যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা আরো বিস্তৃত হবে।

প্রশিক্ষণপ্রাপ্ত সিরীয় বিদ্রোহীদেরকে আসাদের অনুগত বাহিনী নয় বরং ইসলামিক স্টেটের(আইএস) বিরুদ্ধে লড়াইয়ে কাজে লাগাতে চাইছে যুক্তরাষ্ট্র।

তবে প্রশিক্ষণের জন্য বিদ্রোহী যোদ্ধা বাছাইয়ের ক্ষেত্রে আইএস যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি।

যুক্তরাষ্ট্র এরই মধ্যে তাদের প্রশিক্ষিত বিদ্রোহীদের প্রথম দলকে সিরিয়ার উত্তরাঞ্চলে মোতায়েন করেছে। শুক্রবার অন্য একটি জঙ্গি দল তাদের আক্রমণ করলে তাদের রক্ষায় বিমান হামলাও চালিয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নালে প্রথম এ সংক্রান্ত খবর প্রকাশ পায়।

নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র বিদ্রোহীদের সমর্থনে আক্রমণাত্মক বিমান হামলা চালাবে।

এছাড়া, প্রশিক্ষণপ্রাপ্ত বিদ্রোহীদের ওপর কোনো ধরণের হামলা হলে তাদের সুরক্ষায়ও বিমান হামলা চালানো হবে।

রয়টার্সের পক্ষ থেকে এ বিষয়ে পেন্টাগন এবং হোয়াইট হাউজ কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করা হলে তারা কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।