তুর্কি নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত

তুরস্কের পূর্বাঞ্চলীয় প্রদেশ আগ্রি-তে চালানো এক আত্মঘাতী হামলায় দেশটির নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন।

>>রয়টার্স
Published : 2 August 2015, 09:28 AM
Updated : 2 August 2015, 09:44 AM

রোববার আগ্রি-র গভর্নরের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার দিবাগত রাতে চালানো হামলাটিতে আরো ২৪ জন আহত হয়েছেন। 
 
বিবৃতিতে হামলার জন্য কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) দায়ী করা হয়েছে।  
 
আগ্রি প্রদেশের ইরান সীমান্তবর্তী জেলা দোগুবেয়াজিতের একটি তল্লাশি চৌকিতে হামলাটি চালানো হয়। এতে দুই টন বিস্ফোরক বোঝাই একটি ট্রাক্টর ব্যবহার করা হয় বলে জানিয়েছে গভর্নরের দপ্তর।   
 
এছাড়া দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় মার্দিন প্রদেশে মাইনের আঘাতে সামরিক বাহিনীর একটি গাড়ি ক্ষতিগ্রস্থ হয় ও এক সেনা নিহত হন। এ ঘটনায় আরো আট সেনা আহত হয়েছেন। 
 
২৪ জুলাই তুর্কি সামরিক বাহিনী সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের উপর বিমান হামলা শুরু করার পাশাপাশি উত্তর ইরাকে পিকেকের ঘাঁটিতেও হামলা শুরু করে। এই হামলা শুরু হওয়ার পর থেকে তুর্কি সেনাদের লক্ষ্য করে সম্ভাব্য পিকেকে-র হামলা বৃদ্ধি পেয়েছে।